ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ডেভিল হান্ট: রাবিপ্রবি শিক্ষার্থী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
ডেভিল হান্ট: রাবিপ্রবি শিক্ষার্থী আটক

রাঙামাটি: রাঙামাটিতে অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান চালিয়ে বিশ্বজিৎ শীল সাগর নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।   তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বিশ্বজিৎ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা বলে জানা গেছে। তার বাড়ি রাঙামাটির লংগদু উপজেলায় হলেও তিনি রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের ১ নম্বর পাথরঘাটা এলাকায় থাকেন।

পুলিশ জানায়, বিশ্বজিৎ বিগত জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছিলেন।
এদিকে রাঙামাটি রাবিপ্রবির শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্বজিৎ শীল সাগর বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে রাবিপ্রবিতে সাধারণ শিক্ষার্থীদের ধরে ধরে শরীর এবং মোবাইল ফোন চেক করতেন। চেক করে ইসলাম ও বিএনপি-জামায়াতের কোনো কিছু দেখতে পেলে সঙ্গে সঙ্গে  মারধর ও গালিগালাজ করতেন। তার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

পুলিশ সূত্র জানিয়েছে, এ পর্যন্ত রাঙামাটিতে অপারেশন ডেভিল হান্টে প্রায় ৫৩ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।