ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

রাজনীতি

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে নীরবতা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে নীরবতা নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু। ছবি: শাকিল আহমেদ

মানিক মিয়া অ্যাভিনিউ থেকে: তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ অনুষ্ঠান শুরু হয়।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা। গীতা থেকে পাঠ করেন অর্পিতা শামা দেব, ত্রিপিটক থেকে পাঠ করেন আবির বরুয়া, বাইবেল থেকে পাঠ করেন অলীক মৃ।  

এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।  

এরইমধ্যে নতুন দলের শীর্ষ কয়েকটি পদে নাম চূড়ান্ত হয়েছে। তারুণ্যনির্ভর নতুন এই দলের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই নানা শ্রেণী-পেশার মানুষ যোগ দিয়েছেন।  

মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠানস্থলের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশে আগতদের মেটাল ডিটেক্টর ও আর্চওয়ের তল্লাশি পার করে ভেতরে প্রবেশ করতে হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ রাজনীতিকরা।  

বিএনপির পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিও অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এমইউএম/এসসি/এমএমআই/এফএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।