জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতির বিষয়ে আগামী নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মৎস্য ভবন চত্বরে জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্যে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা দলীয় স্বার্থের রাজনীতি বিশ্বাস করি না, ব্যক্তিস্বার্থের রাজনীতি করি না। নমিনেশন বাণিজ্য, দখলদারিত্ব করি না। আমরা দেশের গুণগত পরিবর্তন করতে চাই, ব্যক্তির পরিবর্তন নয়।
‘আর এসব পরিবর্তনের জন্য জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবি মেনে নিয়ে আগামী নভেম্বরে গণভোট দিতে হবে। ’
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা ভেবেছিলাম ২৪-এর আন্দোলন এ দেশের রাজপথের শেষ আন্দোলন। একটি অবাধ, সুষ্ঠু ও জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু জুলাই বিপ্লবের আন্দোলনের চেতনাকে কোনো কোনো দল ছুড়ে ফেলে দলীয় স্বার্থ হাসিলের জন্য পাতানো নির্বাচনের পাঁয়তারা করছে।
তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার ও কমিশনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হয়। কিন্তু আমরা দেখছি তা হচ্ছে না তাদের পক্ষ থেকে। একদলীয় নির্বাচনের জন্য মহাষড়যন্ত্র করা হচ্ছে।
‘সরকারের উপদেষ্টাদের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল, নির্বাচনে নিরপেক্ষতা অবলম্বন করা হবে। কিন্তু এখন পর্যন্ত সেটি করা হচ্ছে না। কিছু কিছু প্রশাসনের কর্মকর্তা সরকারকে দলীয় সরকার পরিণত করার চেষ্টা করছে। ’
ডা. তাহের বলেন, কোনো একটি দলের আদর্শগত পুলিশ-প্রশাসন এবং সিভিল প্রশাসনের পক্ষে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সেই নির্বাচনে জনগণ অংশ নেবে না।
‘যারা জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছেন, আপনাদের পরিণতিও শেখ হাসিনার থেকে করুণ হবে’, মন্তব্য করেন তিনি।
জামায়াতের নায়েবে আমির বলেন, একটি দল মুখে বলে সংস্কার চায়, আবার সংস্কার বাস্তবায়ন করতে গেলে তখন প্যাঁচ লাগায়। যদি সংস্কার না হয় তাহলে জনগণকে নিয়ে রাজপথে আন্দোলন করে দাবি আদায়ে বাধ্য করবো।
গণভোটে রাজি হওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গণভোটে অনেক সংস্কারের বিষয় রয়েছে। যেটাতে নির্বাচনের প্যাটার্ন অনেক চেঞ্জ হবে। এই কারণে আগে গণভোট জরুরি।
ডা. তাহের বলেন, ধারাবাহিকভাবে কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে ইনশাআল্লাহ। আমরা কঠোর কর্মসূচি দিতে চাই না, যদি সহজেই দাবি আদায় হয়।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির নুরুল ইসলাম বুলবুল। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মাওলানা আব্দুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণ শাখার নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি শামসুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর শাখার সেক্রেটারি জেনারেল ড. রেজাউল করিম।
টিএ/এইচএ/