ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগ সন্ত্রাসী ফ্যাসিস্ট গোষ্ঠী: আখতার হোসেন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, মে ১০, ২০২৫
আওয়ামী লীগ সন্ত্রাসী ফ্যাসিস্ট গোষ্ঠী: আখতার হোসেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন

ঢাকা: আওয়ামী লীগকে সন্ত্রাসী ফ্যাসিস্ট গোষ্ঠী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত গণজমায়েতে তিনি এ মন্তব্য করেন।

আখতার বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি একটি সন্ত্রাসী ফ্যাসিস্ট গোষ্ঠী। বাংলাদেশে আওয়ামী লীগের ঠাই হবে না। এটা জনগণ রায় দিয়ে দিয়েছে। তাই তারা দিল্লিতে পালিয়ে গেছে।

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব বলেন, যারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, মানবতাবিরোধী অপরাধ করেছে; সে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই। এটি রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসী ফ্যাসিবাদী গোষ্ঠী। যেসব শক্তি তাদের ফেরানোর চেষ্টা করছে, জুলাই জনতা তাদের তাদের প্রতিহত করবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিচার করতে হবে। তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। দলগতভাবে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। যতক্ষণ পর্যন্ত বিচারের আওতায় নিয়ে আসা নয় হয়, ততক্ষণ পর্যন্ত জুলাই জনতা শাহবাগ ছেড়ে যাবে না।

এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।