ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

রাজনীতি

যদি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেন ৭১’র মতো জবাব পাবেন: খুলনায় আহমেদ আযম খান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৯, আগস্ট ৬, ২০২৫
যদি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেন ৭১’র মতো জবাব পাবেন: খুলনায় আহমেদ আযম খান

খুলনা: পিআর না হলে নাকি নির্বাচন হতে দেবেন না। সাড়ে ১১ কোটি ভোটার পিআর চেনেনা।

যারা বলেন-তারা মুক্তিযুদ্ধের সময়ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন। আমরা কি দেশ স্বাধীন করি নাই। আমরা তাদের উদ্দেশ্যে বলবো- নিয়মতান্ত্রিক রাজনীতিতে আসুন, জনগণ ভোট দিলে ক্ষমতায় যাবেন, ভোট না দিলে বিরোধী দলে বসবেন। অযথা দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না। যদি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেন ৭১’র মতো জবাব পাবেন। আগামী নির্বাচন আমি-ডামির হবে না, দিনের ভোট রাতে হবে না। নির্বাচন ছাড়া এদেশে সমৃদ্ধ গণতন্ত্র ও অর্থনীতি আসবে না।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে খুলনায় বিজয় মিছিল পর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

বুধবার (৬ আগস্ট) বিকেলে মহানগরীর শিববাড়ি মোড়ে খুলনা মহানগর ও জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনে এক বছর আগে এদেশ থেকে মাফিয়া সরকারকে উচ্ছেদ ছিল আমাদের প্রথম বিজয়। আর নির্বাচন ঘোষণা মধ্য দিয়ে বিএনপির আরেকটি বিজয় অর্জিত হয়েছে। এখন আমাদের জনগণের কাছে যেতে হবে। তাদের কাছে দলের বার্তা পৌঁছে দিতে হবে। আমরা নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করেছি। এ যাত্রা অব্যাহত রাখতে হবে। আগামীদিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে খুলনা শিল্পনগরীর ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপির উপর ভরসা রেখেছে সেই আস্থা ও বিশ্বাসের মূল্যায়ন করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, রেহেনা আক্তার, সৈয়দা নার্গিস আলী, ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, মজিবর রহমান, ফরিদ আহমেদ মোল্লা,আসলাম পারভেজ, এজাজুর রহমান শামীম প্রমুখ। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর। সমাবেশটি সঞ্চালনা করেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ ও মাসুদ পারভেজ বাবু।

সমাবেশ শেষে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে যশোর রোড ও ফেরিঘাট হয়ে খানজাহান আলী রোড ধরে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের আগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বেলুন উড়িয়ে মিছিলের উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

 

 

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ