৫ আগস্টের পর অনেকে লোভে পড়েছে-এমন মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, টেন্ডার-ট্রান্সফারের জন্য কাউকে জিম্মি করে কেউ যদি ভাবে পার পেয়ে যাবে, তবে সেটা দুরাশা। এভাবে কিছু অর্জন করলে তার পরিণতি হবে ডাস্টবিনে।
সোমবার (১১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে যুব সংহতির আয়োজনে ‘গণ-অভ্যুত্থানে তরুণদের স্বপ্ন, প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কি-না, সে নিয়েই সন্দেহ আছে। তারা সেই পরিবেশ বা অধ্যায় তৈরি করেনি। দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে নিঃশেষ করে দিয়েছে। গণতন্ত্র বা দেশ নয়, বরং দুর্নীতি ও ক্ষমতা ছিল তাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, মানুষের রিসিভ করার মানসিকতা কমে যাচ্ছে। ১৭ বছরের গুম-খুন, নির্যাতনের থেকে আমরা ইচ্ছা করলেই বের হতে পারছি না। যারা অকারণে রাজনীতি করছে, তারা এটাকেই রাজনীতি ভাবছে। তবে এটা আমাদের রাজনীতি নয়। গত ১৭ বছরে আমরা কতটা নির্যাতনের শিকার হয়েছি, তা ৩৬ দিনের আন্দোলনের অভিজ্ঞতায় স্পষ্ট।
বিএনপির এই নেতা মনে করেন, নতুন যে রাজনৈতিক দল এসেছে, তাদের সঙ্গে বারবার আলোচনায় বসা উচিত ছিল। পরামর্শ দেওয়া উচিত ছিল, কিন্তু সরকার সেই পরিবেশ তৈরি করেনি।
আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের তরুণদের পথভ্রষ্ট করেছে। অভ্যুত্থানের তাৎপর্য তারা ধারণ করতে পারেনি। আমরা শর্তহীনভাবে সমর্থন দিয়েছিলাম, কিন্তু তারা তা বোঝেনি। মনন ও দূরদর্শিতার অভাবেই তারা ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, এই সরকার একটি পক্ষ অবলম্বন করেছে। জনগণের ওপর ভর করার বদলে অল্প কিছু তরুণদের ওপর নির্ভর করেছে, যার ফলে তারা বিতর্কিত হয়ে উঠেছে। এই এক বছরের মধ্যে এত বিতর্কিত হওয়া অনাকাঙ্ক্ষিত। তরুণ প্রজন্মকে হতাশায় ডুবিয়ে দেওয়া অনেক বড় অপরাধ।
তবে গণহত্যার দায়ীদের বিচার দৃশ্যমান হওয়াকে একটি ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন সাইফুল হক।
ডিএইচবি/এসআইএস