ঢাকা: রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের তালা খুলে দেওয়ার পর সেখানে মহিলাদলের আনা মাছ, মাংস ও শাক-সবজি ফেরত দিলো পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে সংগঠনটির সভানেত্রী নূরে আরা সাফার নেতৃত্বে ১০ জনের একটি প্রতিনিধি দল এ সব নিয়ে সেখানে আসেন।
এরপর নূরে আরা সাফা, ঢাকা মহানগর মহিলা দলের সভানেত্রী সুলতানা আহমেদসহ মোট তিনজনের প্রতিনিধি দল গুলশানের কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।
কিন্তু দুপুর একটার দিকে কার্যালয় থেকে বের হয়ে এসে ঢাকা মহানগর মহিলা দলের সভানেত্রী সুলতানা আহমেদ সাংবাদিকদের জানান, পুলিশ ম্যাডামের জন্য আনা মাছ, মাংস, শাক-সবজি, দই, ফল ভেতরে ঢোকানোর অনুমতি দেয়নি পুলিশ।
তিনি জানান, পুলিশ তাদের জানিয়েছে, খালেদা জিয়ার জন্য রান্না করা খাবার নিয়ে আসতে।
তিনি আরো জানান, গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা। তার খাবার হিসেবে এ সব নিয়ে আসা হয়েছিল।
খালেদা জিয়ার জন্য আনা খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে- বিশাল আকৃতির দুটি রুইমাছ, ১০ প্যাকেট মিষ্টি, একছড়া পাকা সাগর কলা, বড় মাপের পাঁচটি পাকা পেঁপে, কয়েক ডজন আপেল, কমলা, বেশ কয়েকটি ফুল ও বাঁধা কপি, ৩/৪টি লাউ, কয়েক কেজি গাঁজর, কয়েক প্যাকেট চানাচুর, কয়েক কেজি টমেটো, লালশাকভর্তি একটি রিকশাভ্যান।
মহিলা দলের তিন নেত্রী গুলশান কার্যালয়ে প্রবেশের পর বাইরের সামনের সড়কে অপেক্ষা করেন সাবেক এমপি রওশন আরা ফরিদ, নূরজাহান মাহাবুব, ফরিদা মনি, ইয়াসমিন আরা হকসহ মহিলা দলের সাত নেত্রী।
পরে তারা খালেদা জিয়ার জন্য আনা খাবার ফেরত নিয়ে যান।
এর আগে মঙ্গলবার চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য বড় আকারের একটি ফ্রিজ গুলশানের রাজনৈতিক কার্যালয়ে নিয়ে যান বিএনপি কর্মীরা।
সুলতানা আহমেদ বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) এখানে পাঁচ/ছয়দিন ধরে অবরুদ্ধ হয়ে আছেন। তার সঙ্গে মহিলা দলের কয়েকজন নেত্রী অবরুদ্ধ আছেন। এখানে খাবার ও পানি নেই। তারা মানবেবতর জীবন-যাপন করছেন। সে কারণে আমরা কিছু ওষুধপত্র, দই, মিষ্টি, মাছ, মাংস, সব্জি নিয়ে এসেছিলাম।
তিনি বলেন, পুলিশ এগুলো ভেতরে নিতে দেয়নি। আমরা এগুলো এখন ফিরিয়ে নিয়ে যাবো।
তিনি আরো বলেন, আমাদের পুলিশ জানিয়েছে, রান্না করা খাবার নিয়ে আসতে।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫
** খালেদার খাবার আনেন লুৎফর-মাসুম
** বেয়াই বাড়ির খাবার খাচ্ছেন খালেদা