ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অবরোধে মাঠে নেই সাভার উপজেলা বিএনপি

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
অবরোধে মাঠে নেই সাভার উপজেলা বিএনপি

সাভার (ঢাকা): বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে মাঠে নেই সাভার উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) তৃতীয় দিনের অবরোধ চলাকালে উপজেলায় বিচ্ছিন্নভাবে দু’টি বাসে অগ্নিসংযোগ ছাড়া এই এলাকায় তেমন কোনো নাশকতার ঘটনাও ঘটেনি।



অবরোধে সাভার উপজেলায় কোনো বড় ধরনের বিক্ষোভ কর্মসূচিও পালন করতে দেখা যায়নি সাভার উপজেলা বিএনপিকে।

গত ৫ জানুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করার প্রতিবাদে আশুলিয়ায় ছোট্ট একটি মিছিল করতে দেখা গেছে বিএনপি কর্মীদের। তবে ওই মিছিলে কোনো শীর্ষ নেতার উপস্থিতি ছিল না।

পুলিশি হয়রানির মুখে সাভার উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা অনেকটাই গা-ডাকা দিয়ে রয়েছেন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

ইতিমধ্যে গাড়ি পোড়ানোর অভিযোগে সাভার ও আশুলিয়া থানায় বিএনপির নেতাকর্মীদের আসামি করে পৃথক দুইটি মামলা করা হয়েছে।

তবে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ তাদের নামে ‘মিথ্যা’ মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে।

বৃহস্পতিবার সাভার আশুলিয়া ঘুরে জনসাধারণের চলাচল স্বাভাবিক লক্ষ্য করা যায়। সকাল থেকেই সাভারের যান চলাচল রয়েছে স্বাভাবিক।

অবরোধের তৃতীয় দিনে সাভার উপজেলা বিএনপিকে মাঠে দেখা না গেলেও সাভারের গুরত্বপূর্ণ পয়েন্টে লক্ষ্য করা গেছে অতিরিক্ত পুলিশ সদস্যদের।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া বাংলানিউজকে বলেন, সাভারে অবরোধের প্রভাব নেই। তবে নাশকতা এড়াতে সব গুরত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিএনপিকে ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি পালন করতে না দেওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।