ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাশিমপুর কারাগারে ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
কাশিমপুর কারাগারে ফখরুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে (ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২) আনা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর সোয়া তিনটার দিকে ঢাকা কেন্দ্রিয় কারাগার থেকে ফখরুলকে নিয়ে প্রিজনভ্যান কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা হয়।

বিকাল ৪টা ৪৩ মিনিটে তিনি কাশিমপুর কারাগারে পৌঁছান।

ইতোপূর্বেও এ কারাগারে ছিলেন ফখরুল।

ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় ফখরুলকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে সহিংসতা সৃষ্টির অভিযোগে গত ৪ জানুয়ারি পল্টন থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার (৭ জানুয়ারি) ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়। ওই মামলায় পুলিশ মির্জা ফখরুলের ১০ দিনের রিমান্ড চাইলেও রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। একই সঙ্গে তাকে ১০ দিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি রাজধানীতে সংঘটিত বিভিন্ন সহিংস ঘটনায় দায়ের হওয়া পল্টন থানার ৬টি ও মতিঝিল থানার ১টি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করা হয়েছে। এর মধ্যে পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাওয়া হয়েছিল।

এর আগে ফখরুলের বিরুদ্ধে ৭১টি মামলা ছিল। নতুন এ ৭টিসহ এখন তার বিরুদ্ধে দায়ের করা মামলার সংখ্যা দাঁড়ালো ৭৮টি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

** কাশিমপুর কারাগারের পথে ফখরুল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।