ময়মনসিংহ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনেও মাঠে নেই ময়মনসিংহের বিএনপি-জামায়াত জোটের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত তালাবদ্ধ দেখা যায় শহরের হরিকিশোর রায় রোডের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ও।
সূত্র জানায়, সম্প্রতি জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা দু’টি মামলায় গ্রেফতার এড়াতেই মূলত মাঠ ছেড়েছেন তারা। অবরোধের প্রথম দিন মঙ্গলবার ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলমের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের প্রায় অর্ধ শতাধিক নেতা-কর্মী দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। ওই দিন দুপুরের দিকে তারা বিক্ষোভের চেষ্টাও করে। সে সময় পুলিশ দলীয় কার্যালয়ে ঢুকে নেতা-কর্মীদের গ্রেফতারের চেষ্টা করলে দলের নেতা-কর্মীরা পালিয়ে যায়।
এরপর থেকেই বুধবার ও বৃহস্পতিবার শহরের হরিকিশোর রায় রোডের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কার্যালয় তালাবদ্ধ রয়েছে। দলের কোনো সিনিয়র নেতা বা মাঠ পর্যায়ের কর্মীকে কার্যালয়মুখী হতে দেখা যায় নি।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে অবরোধে শহরের মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে দূরপাল্লার বাস ছেড়ে গেলেও শহরের কোনো পয়েন্টে বিএনপি বা জামায়াত নেতা-কর্মীদের অবস্থান নিতেও দেখা যায় নি। এ নিয়ে দলীয় পরিমণ্ডলেও গুঞ্জন চলছে বলে জানা যায়।
নাম প্রকাশ না করার শর্তে দলটির এক নেতা জানান, মঙ্গলবার দায়ের করা পুলিশের দু’টি মামলায় দল ও জোটের প্রায় ছয়শ’ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। যে কারণে দলীয় কার্যালয় এমনকি রাজপথেও কেউ অবস্থান নিতে সাহস করছে না।
অবরোধ কর্মসূচির এমন অবস্থা প্রসঙ্গে এক নেতা অভ্যন্তরীণ কোন্দল ও সমন্বয়হীনতার কারণে আন্দোলন দানা বাঁধছে না বলে অভিযোগ করেন।
নাম গোপন রাখার শর্তে তিনি জানান, দলের এক অংশের নেতারা যদি কার্যালয়মুখী হন তবে অন্য অংশের নেতারা বাসা কিংবা ক্লাবমুখী রাজনীতি করেন। এভাবে আন্দোলন সফল হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি একেএম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায় নি।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫