ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

না’গঞ্জে ১০ যান ভাঙচুর অবরোধকারীদের, আটক ২

স্টাফ ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
না’গঞ্জে ১০ যান ভাঙচুর অবরোধকারীদের, আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে ১০টি যানবাহন ভাঙচুর ও রাস্তায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে অবরোধকারীরা।

অবরোধের চতুর্থ দিন শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে অবরোধের সমর্থনে তারা এ তাণ্ডব চালায়।



এছাড়া অবরোধকারীরা শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকার জেলা বিএনপির কার্যালয়ের সামনেও ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ এ ঘটনায় ২জনকে আটক করেছে।

জানা গেছে, অবরোধ সমর্থনে সকাল পৌনে ৯টায় শহরের নিতাইগঞ্জ এলাকাতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, নগর বিএনপির সেক্রেটারী এটিএম কামাল, জেলা যুবদল সভাপতি মোশাররফ হোসেন, মহানগর কমিটির আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদের নেতৃত্বে অবরোধ সমর্থনে ঝটিকা মিছিল বের হয়।

মিছিলকারীরা নিতাইগঞ্জে সড়কের পাশে পার্কিং করে রাখা ৯টি ট্রাক ও একটি প্রাইভেটকার ব্যাপক ভাঙচুর শুরু করে। মিছিল থেকে দফায় দফায় ককটেল ও হাত বোমার বিস্ফোরণ ঘটায় তারা।   এর মধ্যে ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশকে লক্ষ্য করেও হাত বোমা ছুড়ে অবরোধকারীরা।

অন্যদিকে সকাল সোয়া ৯টার দিকে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা শহরের ডিআইটি এলাকাতে দুটি গাড়ি ভাঙচুর ও সড়কে পেট্রোল ঢেলে আগুন দেয়। ওই সময়েও কয়েকটি হাত বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবরোধ সমর্থনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। অবরোধের নামে তারা মানুষের জানমাল নষ্ট ও যানবাহন ভাঙচুর করে ক্ষতিসাধন করছে।

বাংলাদেশ সময় : ০৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫/আপডেট ১০১৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।