ফেনী: বিচারপতি কাজী রেজা-উল হকের ফেনীর গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রদল-যুবদলের ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আসামিদের মধ্যে রয়েছেন- ফেনী জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি নঈম উল্লাহ চৌধুরী বরাত, সাধারণ সম্পাদক এসএম সালাহ উদ্দিন মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কপিল উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল, সহ-প্রচার সম্পাদক আলী হায়দার রাসেল পাটোয়ারী, সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারী প্রমুখ। তাদের মধ্যে নিজাম উদ্দিন পাটোয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার এজহারে উল্লেখ, বিচারপতি কাজী রেজা-উল হকের ফেনীর গ্রামের বাড়িতে বুধবার গভীর রাতে আগুন দেয় দুর্বৃত্তরা
ফেনী মডলে থানার সেকেন্ড অফিসার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল মামলার দায়েরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫
** বিচারপতি কাজী রেজা-উল হকের ফেনীর বাড়িতে আগুন