ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন

স্ট‍াফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন ছবি : রেহানা / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খালেদা জিয়া।

রোববার (১১ জানুয়ারি) বিএনপির সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান ও শাম্মী আক্তারের নেতৃত্বে ৬ সদস্যের এক প্রতিনিধি দল গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে এ কথা জানান তিনি।



সক্ষাৎ শেষে সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেন সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার।

তিনি জানান, প্রতিনিধি এই দলকে সঙ্গে নিয়ে গুলশান কার্যালয়ে বসেই বিশ্ব ইজতেমার ১ম পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া। মোনাজাতকালে তিনি দেশবাসীর শান্তি কামনা করেছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো এবং মনবলও দৃঢ় রয়েছে জানিয়ে শাম্মী আক্তার আরো বলেন, খালেদা জিয়া চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

এসময় সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান ছাড়াও সুলতানা রাজিয়া শাওন, মাসুমা মির্জা, শাহিনুর আক্তার সাগর ও শওকত আরা উর্মি উপস্থিত ছিলেন।

** খালেদার সঙ্গে ছাত্র ও মহিলাদলের ৬ নেতার সাক্ষাৎ

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।