বগুড়া: বগুড়ায় বিএনপি নেতৃত্বাধীন স্থানীয় ২০ দলের ডাকা ২৪ ঘন্টার হরতাল চলাকালে দুপুর পর্যন্ত হরতালকারীরা জেলার বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে পিকেটিং ও সড়ক অবরোধ করার চেষ্টা করলেও শহরের কেন্দ্রস্থল সাতমাথা এলাকা ছিল আওয়ামী লীগের দখলে।
রোববার (১১ জানুয়ারি) হরতালকে ঘিরে সকাল থেকেই শহরের সাতমাথাস্থ টেম্পল রোড দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিল চলাকালে জেলা আওয়ামী লীগের সভাপতি ছাড়াও শহর আওয়ামী লীগের আহবায়ক রফি নেওয়াজ খান রবিন, যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ খান রনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, জেলা শ্রমিকলীগের সভাপতি অধ্যক্ষ রফিকুল, সাধারণ সম্পাদক ছামছুদ্দিন শেখ হেলাল, যুবলীগ নেতা শুভাশীষ পোদ্দার লিটন, জেলা ছাত্রলীগের সভাপতি আল রাজি জুয়েল, সাধারণ সম্পাদক মাশরাফি হিরোসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫