ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দুপচাঁচিয়ায় ভাংচুরের ঘটনায় যুবদল নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
দুপচাঁচিয়ায় ভাংচুরের ঘটনায় যুবদল নেতা গ্রেফতার

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের সাহারা কোল্ডস্টোরেজ এলাকায় দুই ট্রাক ভাংচুর ও চালককে মারপিট করার অভিযোগে দায়েরকৃত মামলায় সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ পারভেজকে(৩৩) গ্রেফতার করেছে থানা পুলিশ। দেশব্যাপী ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পঞ্চম দিন শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ওই ট্রাক ভাংচুরের ঘটনা ঘটে।



রোববার (১১ জানুয়ারি) বিকেলে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বাংলানিউজকে জানান, ট্রাক ভাংচুর করে টাকা ছিনতাই ও নাশকতার ঘটনায় থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুর রাজ্জাক বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৭ জনসহ মোট ৩৮ জনকেকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা করেন।

মামলায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর যুবদলের সভাপতি আফছার আলীসহ শীর্ষ নেতাদের নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা,  জানুয়ারি  ১১, ২০১৫   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।