রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় এএসপির গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে অবরোধকারীরা। এসময় তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছুঁড়েছে পুলিশ।
রোববার রাত সাড়ে ৮টার দিকে পুঠিয়া উপজেলার শিবপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে অবরোধকারীরা যান চলাচল বন্ধ করতে পুঠিয়া উপজেলার শিবপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের ওপর কাঠে কাঁটা লাগিয়ে সড়কে বিছিয়ে রাখে।
খবর পেয়ে পুঠিয়া সার্কেলের এএসপি আবু সায়েম প্রধানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে অবরোধকারিরা গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।
এসময় ককটেলটি গাড়ির সামনে বিস্ফোরিত হয়। পুলিশ অবরোধকারীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ পাহাড়ায় প্রায় ৪০টি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক পুঠিয়া উপজেলার সীমানা পার করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫