রাজশাহী: গত সপ্তাহে শিবির কর্মীদের পর এবার রাজশাহীতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। রাজশাহী মহানগরীর হেতমখাঁ ও রাজশাহী কলেজের সামনে এ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
অবরোধের ৭ম দিনে সোমবার (১২ জানুয়ারি) সকালে রাজশাহী কলেজের মহিলা ছাত্রীনিবাসের সামনে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দিলে, ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদল কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, রাজশাহী জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে।
এর আগে রোববার (১১ জানুয়ারি) দিনগত গভীর রাতে নগরীর খড়খড়ি এলাকায় একটি কীটনাশকবাহী পিকআপে অগ্নিসংযোগ করে অবরোধ সমর্থকরা।
টানা অবরোধের কারণে রাজশাহী শিরোইল বাস টার্মিলাল থেকে মঙ্গলবারও সকাল থেকে দু’দফায় ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে গেছে পুলিশ, ৠাব ও বিজিবি সদস্যদের বিশেষ পাহারায়। রাজশাহী রেল স্টেশন থেকে যথাসময়ে সর রুটের ট্রেন ছেড়ে যাচ্ছে।
অপরদিকে মহানগরীতে বিশৃঙ্খলা ও নাশকতার চেষ্টা করতে পরে এমন আশঙ্কায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্তক রাখা হয়েছে। মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে মোতায়ন করা হয়েছে পুলিশ। অব্যাহত রয়েছে পুলিশ, ৠাব ও বিজিবির টহল।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫