ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ গ্রেফতার ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ গ্রেফতার ২০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: পিকেটিং ও নাশকতার অভিযোগে বগুড়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান হিমুসহ বিএনপি ও জামায়াতের ২০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে শহরের থানা মোড় এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।



জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বগুড়া সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান বাংল‍ানিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাকিরমোড় এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতির নেতৃত্বে একটি মিছিল শহরের দিকে এগিয়ে আসার সময় পিকেটিং ও নাশকতার অভিযোগে ঘটনাস্থল থেকে হিমুসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

এরআগে নাশকতা মামলার আসামি হিসেবে বিভিন্নস্থান থেকে বিএনপি ও জামায়াতের আরও ১৪ জনকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

গ্রেফতার হওয়া প্রত্যেকের নামে পিকেটিং ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও গাজিউর রহমান জানান।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।