ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

তালায় বিএনপি-জামায়াতের ৯ কর্মী গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, জানুয়ারি ১২, ২০১৫
তালায় বিএনপি-জামায়াতের ৯ কর্মী গ্রেফতার

তালা (সাতক্ষীরা): নাশকতাসহ বিভিন্ন মামলায় সাতক্ষীরার তালা উপজেলা থেকে বিএনপি-জামায়াতের নয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হলেন-তালা উপজেলার শাহাপুর গ্রামের খালেক শেখের ছেলে মুকুল শেখ (২৮), ধুলন্ডা গ্রামের শহিদুল্লা শেখের ছেলে রবিউল শেখ (৩৫), একই গ্রামের আবুল হোসেন মোড়লের ছেলে মফিজুল ইসলাম (৩২), তেঁতুলিয়া গ্রামের আরশাফ মোড়ল (৪৮), শাহাদাতপুর গ্রামের শওকাত আলী গাজীর ছেলে শাহাদাৎ হোসেন গাজী (৩৪), নগরঘাটা গ্রামের বাছতুল্ল্যা সরদারের ছেলে নুরুজ্জামান (৪২), কেশা গ্রামের সেকেন্দার আলী (৫০), বাগমারা গ্রামের ইবাদুল ইসলামের ছেলে মুনির হোসেন (৪৫) ও মিঠাবাড়ি গ্রামের আলাউদ্দীনের ছেলে সাদ্দাম হোসেন (২৩)।

তালা ও পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।