ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

দেবিদ্বারে বিএনপির ৬৫ নেতাকর্মীর নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, জানুয়ারি ১২, ২০১৫
দেবিদ্বারে বিএনপির ৬৫ নেতাকর্মীর নামে মামলা

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিএনপি ও ছাত্রদলের ৩৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৩০  জনের বিরুদ্ধে  দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

সোমবার সকালে দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল চক্রবর্তী বাদী হয়ে এ মামলা করেন।



মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজবিউল আহসান মুন্সী, মঞ্জুরুল হক সরকার, ইব্রাহীম কন্ট্রাক্টর, যুবদল নেতা মিজানুর রহমান, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, আবদুল বাতেন, রিমন, বিল্লাল হোসেন প্রমুখ।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার স্বার্থে আসামিদের পরিচয় জানানো যাবে না।

রোববার বেলা ১১টায় দেবিদ্বার উপজেলার সদরের নিউ মার্কেট ও ছোট আলমপুর এলাকায় পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।