সোহরাওয়ার্দী উদ্যান থেকে: মানবতা বিরোধী অপরাধের দায়ে খালেদা জিয়া ও উন্মাদনার জন্য তারেক রহমানকে দেশে এনে বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
সোমবার (১২ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশে তিনি এ দাবি করেন।
সমাবেশে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ সেলিম বলেন, খালেদা জিয়া সন্ত্রাসীদের গডমাদার। ৫ জানুয়ারি নির্বাচন বানচালে যে সন্ত্রাস-নৈরাজ্য করেছেন, আজও তাই করছেন। আদালতে হামলা করেছেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে খালেদা জিয়ার বিচার করা হোক- এই সমাবেশে আমি দাবি জানাচ্ছি।
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, ও একটা উন্মাদ। ওকে ইন্টাপোলের মাধ্যমে ধরে এনে বিচার করা হোক। ওর মিথ্যাচারের বিচার না করা পর্যন্ত জাতি শান্তি পাবে না।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে প্রচার সম্পাদক হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, মহিলা লীগের সভাপতি আশরাফুন্নেছা মোশাররফ, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউসার, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার প্রমুখ।
এর আগে দুপুর ২টা ৩৫ মিনিটে ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালীর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫