ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিক্ষোভ মিছিল, অটোরিকশা ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
বরিশালে বিক্ষোভ মিছিল, অটোরিকশা ভাঙচুর

বরিশাল: বিএনপির ডাকে অনির্দিষ্টকালের চলা অবরোধ কর্মসূচির অষ্টম দিনে বরিশালে বিক্ষোভ মিছিল, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় জামায়াত-শিবির নেতাকর্মীরা বিএম কলেজের সামনের সড়কে বৌদ্ধ পাড়া এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন।



এসময় তারা সড়কের পাশে থাকা ইট রাস্তায় ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে স্লোগান দিতে থাকেন এবং চলাচলরত দু’টি অটোরিকশা ভাঙচুর করেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির কর্মীরা সটকে পড়েন।

এরপর সকাল ৮টার দিকে নগরীর হাসপাতাল রোড এলাকার কারিকর বিড়ির সামনে একটি অটোরিকশায় আগুন দেন অবরোধকারীরা।

এসময় অটোরিকশা থেকে দ্রুত নামতে গিয়ে বরিশাল সরকারি মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী আঁখি আকতার ও জাতীয় সঞ্জয় ব্যুরো বরিশাল অফিসের আয়া সালেহা বেগম আহত হন।

আহতরা বরিশাল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এর আগে ভোরে নগরীর হাটখোলার ট্রলার ঘাট এলাকায় অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে বরিশাল মহানগর বিএনপি।

মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুকের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সটকে পড়েন।

এছাড়া দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। দোকানপাট ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম যথারীতি চলছে।

নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। নাশকতা ঠেকাতে পুলিশ ও র‌্যাবের টহল অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।