ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা-তারেককে বাংলাদেশে অবাঞ্চিত ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
খালেদা-তারেককে বাংলাদেশে অবাঞ্চিত ঘোষণা সুরঞ্জিত সেনগুপ্ত

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে বাংলাদেশে অবাঞ্চিত ঘোষণা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় তিনি এ ঘোষণা করেন।



সুরঞ্জিত বলেন, আপনার (খালেদা) পোলা লণ্ডনে বসে বাজে কথা কয়। আজকের এই জনসভা থেকে ঘোষণা করতে চাই, খালেদা ও তার পোলাকে বাংলাদেশে চিরদিনের জন্য অবাঞ্চিত ঘোষণা করতে চাই। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ।

অবরোধকে অবিলম্বে অবৈধ ঘোষণা করার দাবি জানিয়ে সুরঞ্জিত বলেন, অবরোধ কোনো গণতান্ত্রিক অধিকার নয়। প্রধানমন্ত্রী এখানে আছেন, আমি বলবো অবিলম্বে এই অবরেধকে অবৈধ ঘোষণা করা হোক।

খালেদার উদ্দেশে বলেন, ‘আপনি কার্যালয়ে বসে অবরোধ ঘোষণা করবেন, এটা কোথায় পাইলেন? পাকিস্তানের ইমরান খান এমন অবরোধ ঘোষণা করেছিল, সে বাড়িতে গেছে। আপনারও বাড়িতে যাওয়ার সময় আইছে, যাইবেন। ’

সুরঞ্জিত বলেন, খালেদা জিয়া কাপড়ে-চোপড়ে ধরা খাইছে। বলা হয়েছিল অমিত শাহ ফোন করেছে। এখন অমিত বলেছেন, আমি তাকে ফোন করিও নাই, ধরিও নাই।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে, দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিলের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন- সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ  নাসিম, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক,  ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, মহিলা লীগের সভাপতি আশরাফুন্নেছা মোশাররফ, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউসার, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার প্রমুখ।

এর আগে বেলা ২টা ৩৫ মিনিটে ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালীর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে ওই জনসভা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।