ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বোমাবাজদের পুলিশে সোপর্দের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
বোমাবাজদের পুলিশে সোপর্দের আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সোহরাওয়ার্দী উদ্যান থেকে: যারা বোমাবাজি, জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করছে তাদের ধরে পুলিশে সোপর্দের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।



তিনি বলেন,  সাধারণ মানুষের শান্তির জন্য নিজেদের সোচ্চার হতে হবে। দেশের মানুষ শান্তি চায়। হত্যা, জুলুম, নির্যাতন চায় না। মানুষ শান্তিতে থাক এটা বিএনপি চায় না। মানুষ যখন শান্তিতে তখন অশান্তি বেগমের অশান্তির আগুন দিয়ে মানুষ মারা হচ্ছে।

এসময় যারাই বোমাবাজি, জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করছে, দেশের সম্পদ নষ্ট করছে তাদের পুলিশে সোপর্দ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, মানুষের উন্নত জীবনের জন্য যে কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তা অব্যাহত থাকবে। ১ কোটি মানুষকে আমরা চাকরি দিয়েছি। ২৫ লাখ মানুষ বিদেশে রয়েছে। চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায়। এগুলো তাদের সহ্য হয় না। ২০২১ সালে যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবো তখন মধ্যম আয়ের দেশ হয়ে উঠবে।

যুদ্ধাপরাধীদের বিচার চলছে, চলবে, উন্নয়ন এগিয়ে চলেছে, এগিয়ে যাবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

** ‘অফিসে থাকা ওনার পুরনো অভ্যাস’
** নির্বাচনে না আসতে গোঁ ধরেছিলেন খালেদা
** সফলতায় এক বছর পূর্ণ
** বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হয়েছিলো
** যুদ্ধ বিধ্বস্ত দেশকে বঙ্গবন্ধুই গড়ে তুলেছিলেন
** মঞ্চে শেখ হাসিনা
** আ’লীগ কর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান আশরাফের
** খালেদা-তারেকের বিচার দাবি শেখ সেলিমের
** ফজলে নূর তাপসের মিছিলে ককটেল
** খালেদার গ্রেফতার দাবি করলেন ত্রাণমন্ত্রী
** খালেদাকে ভূতে আছর করেছে

** আ’লীগের সমাবেশস্থল থেকে অস্ত্র ও পেট্রোল বোমাসহ আটক ৩

** আ’লীগের সমাবেশ শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।