ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বারবার পরাজিত হয়েছেন, আবারও পরাজিত হবেন।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগ সভাপতিণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
খালেদা জিয়ার উদ্দেশ্যে নাসিম বলেন, আপনি (খালেদা) পরাজিত, ব্যর্থ। যে সেনাপতি যুদ্ধক্ষেত্রে নামে সেই ব্যর্থ হয়। আপনি বরাবরের মতো এবারও পরাজিত হয়েছেন। ভবিষ্যতেও হবেন।
তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে। আর এই ভুলের খেসারত কেন জনগণ দেবে? পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনি নির্বাচন ছাড়া রাজনৈতিক দল বাঁচে না। আপনার দলও বাঁচবে না।
২০১৯ সালের আগে দেশে নির্বাচন হবে না জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালের নির্বাচনও জননেত্রী শেখ হাসিনার অধীনেই হবে। সেই নির্বাচনে শেখ হাসিনা জয়ী হয়ে হ্যাট্রিক করবেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন, দলটির উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, মহিলা লীগের সভাপতি আশরাফুন্নেছা মোর্শারফ, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউসার, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার প্রমুখ।
জনসভা পরিচালনা করেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫