সোহরাওয়ার্দী উদ্যান সমাবেশস্থল থেকে: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দল হিসেবে জামায়াত নিবন্ধন না পাওয়ায় বিএনপি নেত্রী নির্বাচনে আসেননি।
সোমবার (১২ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী গোঁ ধরেছিলেন নির্বাচনে আসবেন না, কারণ জামায়াত দল হিসেবে নিবন্ধিত হতে পারেনি। জামায়াতকে ছাড়া তিনি (খালেদা জিয়া) নির্বাচনে আসবেন না, তিনি জানতেন নির্বাচনে এলে ভরাডুবি হবে। এরপর নির্বাচন বানচাল করতে মানুষ খুন করা শুরু করলেন। কুরআন পুড়িয়েছেন, শত শত মানুষ হত্যা করেছেন।
বিএনপি পরাজিত শত্তির পদলেহন করার কথা বিএনপি ভুলতে পারে না বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবনে ভাগ না দিয়ে এ দেশে কেউ ব্যবসা করতে পারেনি। তাদের দুর্নীতি সমস্ত দেশকে বিপদে ফেলে দেয়। এই সুযোগ নিয়ে ইমার্জেন্সি সরকার আসে।
২০০৮-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেন, চাকরিজীবীরা চাকরি করতে পারেন বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জনসভার আয়োজন করে আওয়ামী লীগ।
সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।
দুপুর ২টা ৩৫ ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হিলালী কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় জনসভা।
** বোমাবাজদের ধরে পুলিশে সোপর্দের আহ্বান প্রধানমন্ত্রীর
** সফলতায় এক বছর পূর্ণ
** বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হয়েছিলো
** যুদ্ধ বিধ্বস্ত দেশকে বঙ্গবন্ধুই গড়ে তুলেছিলেন
** মঞ্চে শেখ হাসিনা
** আ’লীগ কর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান আশরাফের
** খালেদা-তারেকের বিচার দাবি শেখ সেলিমের
** ফজলে নূর তাপসের মিছিলে ককটেল
** খালেদার গ্রেফতার দাবি করলেন ত্রাণমন্ত্রী
** খালেদাকে ভূতে আছর করেছে
** আ’লীগের সমাবেশস্থল থেকে অস্ত্র ও পেট্রোল বোমাসহ আটক ৩
** আ’লীগের সমাবেশ শুরু
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫