ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

সিলেটে ট্রাকে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, জানুয়ারি ১২, ২০১৫
সিলেটে ট্রাকে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা ছবি: প্রতীকী

সিলেট: সিলেটে একটি ট্রাকে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নগরীর দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক (যশোর-ট-১১-২৭০৬) ঘটনাস্থলে পৌঁছামাত্র দুবৃর্ত্তরা এতে ‍আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে চালক কবির আহমদ বলেন, মালামাল আনলোড করে গাড়ি নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলাম। অগ্নিকাণ্ডের ঘটনায় গাড়িতে রাখা নগদ ৩৫ হাজার টাকাও পুড়ে গেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।