ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মঙ্গলবারও ফেনীতে ২০ দলের হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
মঙ্গলবারও ফেনীতে ২০ দলের হরতাল

ফেনী: সোমবারের সকাল-সন্ধা হরতাল শেষ না হতেই মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জেলা ২০ দলীয় জোট।

ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা শামসুদ্দিনসহ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের গ্রেফতার ও মামলার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়।


 
ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের ও ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু ইউসুফ হরতালের তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।


সোমবার ফেনীর আদালত প্রাঙ্গণ থেকে জেলা জামায়াতের আমির শামসুদ্দিন ও ফেনী শহর  শিবিরের ছাত্র কল্যাণ সম্পাদক সুলতান মাহমুদ টিপুকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা ও বিচারপতি কাজী রেজাউল হকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি-জামায়াতের জেলা পর্যায়ের সব নেতাসহ সহস্রাধিক নেতাকর্মীর নামে মামলা করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।