বগুড়া: বগুড়ায় স্থানীয় ২০ দলীয় জোটের ডাকা হরতালের সময় ১২ ঘণ্টা বাড়িয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়েছে। একইসঙ্গে গাবতলী উপজেলায় মঙ্গলবার ভোর থেকে আহ্বান করা হয়েছে টানা ৩৬ ঘণ্টার হরতাল।
বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান রাজু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (১১ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টার এ হরতালের সময়সীমা বাড়িয়ে ৪৮ ঘণ্টা করা হয়। সে অনুযায়ী হরতালের সময়সীমা ছিল মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত।
রোববার দুপুরে জেলা ২০ দলীয় জোটের জরুরি এক সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে রাষ্ট্রদ্রোহ মামলা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়।
গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টন বাংলানিউজকে জানান, তার উপজেলায় জোটের ২২ নেতাকর্মীকে গ্রেফতার করার প্রতিবাদে ১৩ জানুয়ারি সকাল ৬টা থেকে ১৪ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত লাগাতার ৩৬ ঘণ্টার আহ্বান করেছে স্থানীয় ২০ দলীয় জোট।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫/আপডেট: ১৯৩০