ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিক্ষিপ্ত ঘটনায় ঢাকাসহ ১৪ জেলায় হরতাল পালিত

কান্ট্রি ডেস্ক নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
বিক্ষিপ্ত ঘটনায় ঢাকাসহ ১৪ জেলায় হরতাল পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সোমবার (১২ জানুয়ারি) ঢাকা ও আরো ১৩ জেলায় ছাত্রদলের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে পালিত হয়েছে।

 দিনব্যাপী এ হরতালে কয়েকটি জায়গায় সড়কে আগুন, গাড়ি ভাঙচুর ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।



বাংলানিউজের স্টাফ, ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকা বাদে বাকি উপজেলাগুলোয় ডাকা হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি। এসব এলাকা থেকে কোনো অপ্রীতিকর ঘটনারও খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ: সকাল পৌনে ৮টায় সোনারগাঁয়ের কাঁচপুরে যুবদল মিছিল করে কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরে সাড়ে ৮টায় মহানগর ছাত্রদল শহরের গলাচিপা এলাকায় মিছিল বের করে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন বন্ধের চেষ্টা করলে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দেয়।

এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের তারাবোতে মিছিল এবং ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনের সড়কে ও ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কের ইসদাইর অক্টো অফিসের সামনে মিছিল ও সড়কে আগুন দেয় হরতালকারীরা।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): দুপুর ২টার দিকে ছাত্রদল নেতাকর্মীরা আধুরিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে সড়কে ও মৈকুলী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে মিছিল ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

গাজীপুর: দুপুর দেড়টার দিকে শহরের শিববাড়ি এলাকায় ছাত্রদল মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ ধাওয়া করে মহানগর ছাত্রদল নেতা ও জেলা ছাত্রদলের সহ সমাজকল্যাণ সম্পাদক নাজমুল খন্দকার সুমনকে (৩৫) আটক করে।

এর আগে টঙ্গীর চেরাগ আলী থেকে মিছিলের চেষ্টাকালে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ হাওলাদার (৪৫) ও ছাত্রদল নেতা ইকরামুল হককে (৩০) আটক করে পুলিশ।

এছাড়া শ্রীপুরের নয়নপুর এলাকায় ছাত্রদলের মিছিল থেকে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

মানিকগঞ্জ: দুপুর সাড়ে ১২টার দিকে  ঢাকা-আরিচা মহসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মানোরা এলাকায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি লেগুনায় আগুন দেয়  দূর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

এছাড়া জেলায় হরতালের সমর্থনে তেমন মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়‍া যায়নি।

কুমিল্লা: হরতালে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া শহরে হরতালের তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া: হরতালে শহরের যান চলাচল স্বাভাবিক  ও দোকানপাটে খোলা ছিল। তবে দুরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

নেত্রকোনা: সকাল থেকেই জেলার ১০ উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ স্বাভাবিক এবং দোকানপাট, স্কুল কলেজ, ব্যাংক ও অফিস-আদালত খোলা ছিল।

শহরে হরতালের সমর্থনে ছাত্রদলের নেতাকর্মীদের কোনো মিছিল, মিটিং বা পিকেটিং করতে দেখা যায়নি। তবে নাশকতার আশঙ্কায় বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও ছাত্রদলের ১১ নেতাকর্মীকে আটক করা হয়।

এছাড়া কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে হরতালে শহরে তেমন কোনো প্রভাব পড়েনি। শহরের যান চলাচল স্বাভাবিক ছিল।  

রোববার বিকেলে ছাত্রদলের দফতর সম্পাদক এম আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার এ হরতালের ডাক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।