ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

সাঈদ খোকনের বাসভবন লক্ষ্য করে ককটেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, জানুয়ারি ১২, ২০১৫
সাঈদ খোকনের বাসভবন লক্ষ্য করে ককটেল ছবি : ফাইল ফটো

ঢাকা: ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাঈদ খোকনের পুরান ঢাকার নাজির বাজার বাসভবন লক্ষ্য করে ৩টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।



বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন সাঈদ খোকনের একান্ত সচিব হাবিবুল ইসলাম সুমন।  

তিনি বলেন, ২টি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হলেও ১টি ককটেল অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। পরে পুলিশ খবর পেয়ে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।

কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তা বোঝা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।  

উল্লেখ্য, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করতে না দেওয়া, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ৫ জানুয়ারি থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।