ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে পুলিশের মাথা ফাটালো পিকেটাররা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
ময়মনসিংহে পুলিশের মাথা ফাটালো পিকেটাররা

ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি এলাকায় পিকেটারদের ছোড়া ইটের আঘাতে লুৎফুর রহমান (৩৫) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মাথা ফেটে গেছে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।



ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, আহত পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত লুৎফুর রহমান শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব ইন্সপেক্টর (এটিএসআই)।

এসআই আতিকুর আরও জানান, হরতাল সমর্থনে বিএনপির পিকেটাররা ব্যাটারিচালিত একটি অটোরিকশা ভাঙচুর করছিল। এ সময় ওই পুলিশ সদস্য তাদের বাধা দিতে গেলে তাকে লক্ষ্য করে পিকেটাররা ইট ছুড়ে পালিয়ে যায়। ইটের আঘাতে তার মাথা ফেটে যায়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।