সিলেট: সুবিদবাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। একই সময় অবরোধ সমর্থনে ঝটিকা মিছিল থেকে বেশ ক’টি গাড়ি ভাঙচুর করে তারা।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর সুবিদবাজার ও দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া সাতটার দিকে পূর্ব সুবিদবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় (সিলেট থ- ১২-৮৮০৬) আগুন দেয় অবরোধ সমর্থকরা। একই সময় সুবিদবাজার অপূর্ব বিউটি পার্লারের সামনে আরও একটি মাইক্রোবাস ভাঙচুর করে।
এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমা বাস টার্মিনাল এলাকায় ২০ দলের অবরোধ সমর্থনে বের হওয়া ঝটিকা মিছিল থেকে ১৫-২০টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তবে পুলিশ আসার আগেই পালিয়ে যায় তারা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। তবে চোরাগোপ্তা হামলা করছে। যে কারণে তাদের ধরতে একটু সময় লাগবে।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫