ঢাকা: গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপিসহ ২০ দলীয় জোটের আন্দোলন-কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া।
সোমবার রাত ৯টা ৩৪ মিনিটে রাজধানীর গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বরাত দিয়ে দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের এ সব কথা বলেন।
‘খালেদা জিয়া জঙ্গিবাদের নেত্রী’ -প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জঙ্গিদের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। খালেদা জিয়া জনগণের নেত্রী। দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন অসত্য বক্তব্য আমরা আশা করি না।
সভা-সমাবেশের অনুমতি দেওয়া হলে বিএনপির অবরোধ প্রত্যাহার করা হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আসলে এটা নেত্রীসহ ২০ দলের আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে ইতিবাচক সাড়া আসতে পারে।
‘বেগম জিয়া অবরুদ্ধ নয়’ -প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, তাহলে আমাদের চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে থেকে পুলিশ সরিয়ে নেওয়া হোক। কারণ, বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা খালেদা জিয়াকে নিরাপত্তা দেবেন।
বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হলে আমরা মানসিকভাবে ভেঙে পড়ি।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সরকারের মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্যের জন্য দেশে সহিংসতা হচ্ছে। এর সব দায় সরকারকেই নিতে হবে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি বঙ্গবন্ধু কন্যা। দেশ ও জনগণের স্বার্থে সংলাপের মাধ্যমে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিয়ে দেশের গণতন্ত্র রক্ষায় সহযোগিতা করুন।
বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫