ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় রিজভীর নিন্দা ও প্রতিবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪০, জানুয়ারি ১৩, ২০১৫
নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় রিজভীর নিন্দা ও প্রতিবাদ রুহুল কবির রিজভী

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ এবং সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীমকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১২ জানুয়ারি) রাতে এক বিবৃতির মাধ্যমে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।



বিবৃতিতে সারাদেশে ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে অবৈধ সরকারের জুলুম নির্যাতনের মাত্রা এখন ভয়াবহ আকার ধারণ করেছে।

একই সঙ্গে গ্রেফতার জোটের সর্বস্তরের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি।

বাংলাদেশ সময় : ০৯১৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ