ধামরাই (ঢাকা): যাত্রীবাহী বাস আগুন দিয়ে পোড়ানোর অভিযোগে ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান তমিজ উদ্দিন ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদসহ ৯১ জন নেতাকর্মীর নামে মামলা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) রাতে ধামরাই থানা পুলিশ বাদী হয়ে ধামরাই থানায় মামলাটি দায়ের করে।
মামলার পরে রাতে ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করে।
মামলার বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বাংলানিউজকে বলেন, মহাসড়কে নাশকতা সৃষ্টি করে অবৈধভাবে গাড়ি পোড়ানোর অভিযোগে পুলিশ বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গত শনিবার (১০ জানুয়ারি) রাতে ঢাকা-আরিচা সহাসড়কের ধামরাই সুতিপাড়া এলাকায় নিরাপদ পরিবহন নামের একটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় ধামরাই উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫