ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

লালবাগে শিবিরের বিক্ষোভ, ককটেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৪, জানুয়ারি ১৩, ২০১৫
লালবাগে শিবিরের বিক্ষোভ, ককটেল ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর লালবাগে অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে শিবির কর্মীরা। এ সময় তারা রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ও ককটেল বিস্ফোরণ ঘটায়।



মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া নয়টার দিকে ঢাকা মহানগর পূর্ব শাখা শিবিরের প্রচার সম্পাদক আবদুল কাদেরের নেতৃত্বে মিছিলটি বের হয়।

মিছিলে আরও উপস্থিত ছিলেন পূর্ব শাখার অর্থ সম্পাদক তোজাম্মেল হক, স্কুল বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান, লালবাগ থানা শিবিরের সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ সমর্থনে সকালে শিবির কর্মীরা একটি মিছিল বের করে। মিছিল শেষে তারা রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ও দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়।

তবে এ ধরনের খবর এখনও থানায় আসেনি বলে বাংলানিউজকে জানান লালবাগ থানার ডিউটি অফিসার রবিন রহমান।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ