রাজশাহী: রাজশাহী মহানগরীর খড়খড়ি বাইপাস এলাকা থেকে ৩২টি ককটেল ও ১০টি ধারালো অস্ত্র (হাসুয়া) উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১২ জানুয়ারি) দিনগত গভীর রাতে এগুলো উদ্ধার করে ৠাব-৫।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় র্যাব-৫’র মিডিয়া সেলের সিনিয়র এএসপি মীর্জা গোলাম সারোয়ার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
মীর্জা গোলাম সারোয়ার জানান, সোমবার দিনগত গভীর রাতে অবরোধকারীরা মহানগরীর খড়খড়ি বাইপাস সড়ক অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে র্যাব ঘটনাস্থলে উপস্থিত হলে অবরোধকারী পালিয়ে যায়। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ৩২টি ককটেল ও ১০টি ধারালো অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
ককটেলগুলো কার্টনে এবং ধারালো অস্ত্রগুলো ব্যাগের মধ্যে রাখা ছিল।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাব-৫’র এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫