রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলে তল্লাশি চালিয়ে শিবির সন্দেহে ১৪ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা ও শহীদ সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে তাদের আটক করে রাজশাহী মহানগর পুলিশ।
সোহরাওয়ার্দী হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, রাত দেড়টার দিকে পুলিশের একটি দল হলে ঢুকে রুমে রুমে তল্লাশি শুরু করে। তবে এসময় পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কোনো সদস্য বা প্রশাসনের কেউ ছিলেন না।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, ২০ দলের ডাকা অবরোধকে কেন্দ্র করে নাশকতা হতে পারে এমন সংবাদের ভিত্তিতে রাতে বিশ্ববিদ্যালয়ের ওই দু’টি হলে তল্লাশি চালানো হয়। এসময় দুই হল থেকে শিবির সন্দেহে ১৪ শিক্ষার্থীকে আটক করা হয়।
আটক শিক্ষার্থীদের মতিহার থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫