জয়পুরহাট: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের নামে ‘মিথ্যা’ মামলা দায়েরের অভিযোগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জয়পুরহাট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে জয়পুরহাট শহরের ট্রাফিক পয়েন্টে এক সমাবেশে এ হরতালের ডাক দেন জেলা ২০ দলীয় জোটের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান।
এর আগে অবরোধ সফল করার লক্ষ্যে বিএনপি, জামায়াত, যুবদল, ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয়। এসময় তারা সেখানেই সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজুল রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির আতাউর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, গোলজার হোসেন, শহর জামায়াতের আমির হাসিবুল আলম লিটন, জেলা যুবদলের সভাপতি সেলিম রেজা ডিউক, সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান সুইট, জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রধান, কলেজ শাখার ছাত্র নেতা শাকিল প্রমুখ।
এদিকে, অবরোধ চলাকালে বিভিন্ন স্থানে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জয়পুরহাট সদর থানা পুলিশ তিনজনকে আটক করেছেন। এছাড়া একই অভিযোগে পাঁচবিবি থানা পুলিশ বিএনপি-জামায়াতের দুই কর্মীকে আটক করেছে।
জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিমান চন্দ্র কর্মকার আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫