ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বৃহস্পতিবার খুলনা বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল

স্টাফ করসেপন্ডন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বৃহস্পতিবার খুলনা বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল ছবি: প্রতীকী

খুলনা: খুলনা বিভাগের ১০ জেলায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
 
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর দেড়টায় নগরীর কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।



এর আগে বিএনপি কার্যালয়ে ২০ দলীয় জোটের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।   

বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, চেয়াপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীমসহ আটক সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি ও গণ গ্রেফতার বন্ধ ও খালেদা জিয়া ঘোষিত ৭ দফা মেনে নেওয়ার দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়।

হরতাল কর্মসূচি সফল করতে বিএনপিসহ জোট নেতাকর্মীদেরকে রাজপথে দৃঢ় অবস্থান নিয়ে কর্মসূচি সফল করার আহবান জানান মঞ্জু।  

বাংলাদশে সময়: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।