সিরাজগঞ্জ: বিএনপির অনির্দিষ্টকালের অবরোধের নবম দিনে সিরাজগঞ্জে সড়কে আগুন জ্বলিয়ে ভাঙচুর ও বিক্ষোভ মিছিল করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলার বহুলী বাজার থেকে একটি মিছিল বের ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
পরে মিছিলকারীরা সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে অবধোর করে এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে।
এসময় অবরোধ সফল করতে বক্তব্য রাখেন, বহুলী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, সহ-সভাপতি ফেরদৌস আলম, সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন, ইউনিয়ন শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি সালাউদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূর নবী, শহর শিবিরের এইচআরডি সম্পাদক মো. শাহাদাৎ হোসেন প্রমুখ।
এদিকে, নাশকতার আশঙ্কায় পুলিশ অভিযান চালিয়ে সিরাজগঞ্জ ও উল্লাপাড়া থেকে ১১ জনকে আটক করে পুলিশ।
আটক নেতাকর্মীরা হলেন-উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা শহিদুল ইসলাম, নাসির হোসেন, তোতা মাস্টার, সিরাজগঞ্জ পৌর এলাকার বিষা শেখের ছেলে আনোয়ার হোসেন, শামীম হোসেন, মো. সানুসহ ১১ জন।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ও সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫