ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘অবরোধ চালিয়ে যেতে বলেছেন খালেদা জিয়া’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
‘অবরোধ চালিয়ে যেতে বলেছেন খালেদা জিয়া’ ছবি: রাশেদ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গণতন্ত্র ও ভোটের অধিকার অর্জন না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যেতে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া।

মঙ্গলবার দুপুরে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তার সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রাবেয়া সিরাজ সাংবাদিকদের এ কথা জানান।



মঙ্গলবার দুপুর একটার দিকে রাবেয়া সিরাজের নেতৃত্বে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিনিধি দলটি। রাবেয়া সিরাজের সঙ্গে আরও ছিলেন মহিলা দল নেত্রী ইয়াসমিন আরা হক, রহিমা সিকদার, ফারজানা রহমান, রোকসানা খানম, সাবিনা ইয়াসমিন, রাশিদা ওয়াহিদ, সাদিয়া হক সাথী ও মুক্তা বেগম।

গুলশান কার্যালয়ে ‘অবরুদ্ধ’ খালেদা জিয়ার সঙ্গে দেখা করে দুপুর সোয়া দুইটার দিকে বেরিয়ে আসেন মহিলা দল নেত্রীরা।

এ সময় ‘খালেদা জিয়া বের হওয়ার চেষ্টা করবেন কী না?‘ উপস্থিত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাবেয়া সিরাজ বলেন, ‘সাবেক তিন বারের প্রধানমন্ত্রী এবং দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের চেয়ারপার্সন এর কার্যালয়ের সামনে যেভাবে জলকামান ও পুলিশের ভ্যান দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে তাতে কী আপনাদের মনে হয় যে বের হওয়ার মত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ? আমরা আমাদের নেত্রীর সঙ্গে দেখা করবো, তাতে তিন চার  জায়গায় বাধার সৃষ্টি করা হয়, নাম এন্ট্রি করে ঢুকতে হয়। এরপরও কী আপনাদের কাছে মনে হয় এগুলো উপেক্ষা করে তার বের হওয়ার চেষ্টা করা উচিত? একটি বৃহৎ রাজনৈতিক দলের চেয়ারপার্সনের কার্যালয়ের চারদিকে ব্যারিকেড তৈরি করে যেভাবে বাধার সৃষ্টি করা হয়েছে, সে বিষয়ে আপনাদের কোনো কৌতূহল জাগে না। তিনি বের হবেন কি না তা নিয়ে আপনারা প্রশ্ন করেন। উনি সত্যিকার অর্থেই অবরুদ্ধ এটিই শেষ কথা। ’

এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,‘ওনার (খালেদা জিয়া)শারীরিক অবস্থা এখন ভালো। ’

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

** মঙ্গলবারও খাবার নিয়ে খালেদার কাছে মহিলা দল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।