ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জঙ্গি ছাড়ার লিখিত দিলেই আলোচনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
জঙ্গি ছাড়ার লিখিত দিলেই আলোচনা এইচ টি ইমাম/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: জঙ্গিগোষ্ঠীকে ছাড়ার লিখিত ঘোষণা দিলেই কেবল বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারে তিনি এ কথা জানান।



বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

তত্ত্বাবধায়ক সরকার বা মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে এইচ টি ইমাম বলেন, তত্ত্বাবধায়ক সরকার কিংবা মধ্যবর্তী নির্বাচন নিয়ে আলোচনার কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচন নির্ভর করে সরকারের সিদ্ধান্তের ওপর। সরকার চাইলে মধ্যবর্তী নির্বাচন দিতে পারে, নাও পারে। তারপরও বিএনপির সঙ্গে নির্বাচনী আইন নিয়ে আলোচনার কথা চিন্তা করে দেখা যেতে পারে।

‘তবে এরআগে বিএনপিকে লিখিত দিতে হবে যে, তারা যুদ্ধাপরাধী, সন্ত্রাসী, জঙ্গিগোষ্ঠী ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। ’
 
সেমিনারের সভাপতি এইচ টি ইমাম বলেন, সংলাপ কাদের সঙ্গে হবে? যারা গণতন্ত্রমনা দল তাদের সঙ্গে। কোনোভাবেই আততায়ী ও দুষ্কৃতিকারীদের সঙ্গে আলোচনা হতে পারে না।

তিনি বলেন, বিএনপিকে সংলাপ করতে হলে আগে যুদ্ধাপরাধী, জঙ্গিগোষ্ঠী ও আন্তর্জাতিক সস্ত্রাসবাদীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা লিখিত দিতে হবে। তাহলেই কেবল নির্বাচনী আইন, আগামী নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে-তা নিয়ে আলোচনা করা যেতে পারে।

এইচ টি ইমাম বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বা অন্যদের কথা বলা হচ্ছে- তারা নাকি মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছে। কিন্তু সেখানে গিয়ে আমি এ ধরনের কোনো কথা শুনিনি, কেউ বলেও নি। ইইউ বলছে- ভবিষ্যতে কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা নিয়ে আলোচনার কথা।

বিএনপি ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনে না এসে ভুল করেছে। সেই ভুলের চুল তারা ছিঁড়ছে। তারেক রহমান লন্ডনে বসে দেশি-বিদেশি সন্ত্রাসী ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর মাধ্যমে ষড়যন্ত্র করছেন।

সরকারকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এইচ টি ইমাম বলেন, সরকারের উচি‍ৎ যুক্তরাজ্য সরকারকে প্রচণ্ড চাপ দেওয়া যাতে তারেক রহমানকে সে দেশ থেকে বের করে দেওয়া হয় অথবা আমাদের কাছে হস্তান্তর করা হয়।

তিনি অভিযোগ করেন, ৫ জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি দেশীয় ও বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠীকে নিয়ে ষড়যন্ত্র করেছিল। এই ষড়যন্ত্র সফল হলে বাংলাদেশের অস্থিত্ব থাকতো না।  

জিয়াউর রহমানের শাসনামলকে উচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছে জানিয়ে এইচ টি ইমাম বলেন, জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল করে লুটপাটকারী, সন্ত্রাসী, দুস্কৃতিকারীদের ডেকে কাছে নিয়েছিলেন। তাদের নিয়ে দলও গঠন করেছিলেন তিনি।

বিএনপিকে অবৈধ ঘোষণা করা হবে কিনা-এখন সে বিষয়টি চিন্তা করতে হবে বলেও মনে করেন তিনি।

সেমিনারে সরকারের সাফল্যগুলো জনগণের কাছে যথাযথভাবে প্রচার হচ্ছে না বলেও মন্তব্য করেন এইচ টি ইমাম।

সেমিনারে ‘গণতন্ত্রের অগ্রযাত্রা ও সাফল্যের এক বছর’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আবদুল মান্নান।

আলোচনায় অংশ নেন, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মণি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মেজবাহ কামাল, বেসরকারি একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসিম কুমার উকিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।