বরিশাল: বরিশাল-পটুয়াখালী সড়কের খয়েরাবাদ সেতুর ঢালে বরগুনা থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন সাহেবেরহাট (বন্দর) থানায় মামলাটি দায়ের করেন ক্ষতিগ্রস্ত বাসের চালক মো. নজরুল ইসলাম।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় ২০/২৫ জনকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এছাড়া পেট্রল বোমা নিক্ষেপে অগ্নিসংযোগের ঘটনায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।
এদিকে, এ ঘটনায় কর্ণকাঠি এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে রাকিব ও আকিব নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত ১১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস (কর্ণকাঠী) সংলগ্ন পটুয়াখালি-বরিশাল সড়কের খয়েরাবাদ সেতুর ঢালে বরগুনা থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের বাসে পেট্রল বোমা ছোড়ে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫