ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে ট্রাক ও ভটভটিতে আগুন, পুলিশের ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
রাজশাহীতে ট্রাক ও ভটভটিতে আগুন, পুলিশের ওপর হামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় খড় বোঝাই একটি ট্রাক ও কাজলা এলাকায় একটি ভটভটিতে আগুন দিয়েছে আবরোধকারীরা। এছাড়াও মহানগরীতে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে ছাত্রশিবির কর্মীরা।



মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আগুন দেওয়ার ঘটনা দুটি ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী সিটি কলেজের সামনে পুলিশকে লক্ষ্য করে হামলা করে শিবিরকর্মীরা।
 
মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকায় খড় বোঝাই একটি ভটভটিতে আগুন দেয় শিবির কর্মীরা। ভটভটিটি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ছাত্রশিবির কর্মীরা তাতে ককটেল নিক্ষেপ করে। এর ফলে ভটভটিতে আগুন ধরে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে ছাত্রশিবির কর্মীরা পালিয়ে যায়।

অপরদিকে রাজশাহীর চারঘাট উপজেলা সদরে মঙ্গলবার পৌনে ৬টার দিকে ট্রাকে আগুন দেয় জামায়াত-বিএনপির কর্মীরা। খড় ভর্তি ট্রাকটিতে ককটেল ছুড়লে সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্ত্তজা জানান, খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবির কর্মীরা সিটি কলেজের সামনে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে।

এ সময় খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হলে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে এ হামলার ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।

তিনি আরও জানান, হামলার পর পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ছাত্রশিবির কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গ্রেফতার এড়াতে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয় নি বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।