লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে অবরোধের সমর্থনে যাত্রীবাহী বাসসহ ৫টি যানবাহন ভাঙচুর করেছে অবরোধকারীরা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত রামগঞ্জ ও সদর উপজেলা বিভিন্ন স্থানে এ সব ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত সোয়া ৯টার দিকে কমলনগর উপজেলার মেঘনা ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় অবরোধকারীরা। এসময় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
রাত ৮টার দিকে রামগঞ্জ উপজেলার আলীপুর এলাকায় যাত্রীবাহী বাস আল আরাফা পরিবহন ভাঙচুর করে। এর আগে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে অবরোধ সমর্থনকারীরা।
এদিকে, লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ও চর চামিতা এলাকায় ২টি সিএনজিচালিত আটোরিকশা ভাঙচুর করা হয়। এছাড়াও লক্ষ্মীপুরের ইটের পুল এলাকায় একটি অটোরিকশা ভাঙচুর করে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
এসব ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে, অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে ও বিভিন্ন সড়কে পুলিশ টহল অব্যাহত থাকতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫