ঢাকা: রাজধানীর মালিবাগে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অবরোধকারীরা অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগিয়ে দেয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলে প্রায় পৌনে এক ঘণ্টা। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। সংঘর্ষের সময় মালিবাগ সড়ক সম্পূর্ণ বন্ধ ছিল।
অবরোধ সমর্থনকারীরা মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে অনাবিল পরিবহনের ওই বাসে আগুন লাগিয়ে দেয়।
রামপুরা থানার এসআই মুস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রমনা ও রামপুরা থানার মাঝামাঝি ওই জায়গায় এ ঘটনা ঘটেছে। পুলিশ অবরোধকারীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫, আপডেট ২১৪৬, ২২০৬
** গুলশানে প্রাইভেটকারে আগুন
** গুলশানে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ
** রাজধানীর শাহজাদপুরে ৩টি ককটেল বিস্ফোরণ
** বনানী কামাল আতাতুর্ক রোডে বাসে আগুন
** ধানমন্ডিতে যাত্রীবাহী বাসে আগুন
** রমনার হাজিপাড়ায় ককটেল বিস্ফোরণ, আটক ৪
** বাংলামোটর মোড়ে ৩টি ককটেল বিস্ফোরণ
** বেইলী রোডে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ