ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদার সঙ্গে সাংবাদিক নেতাদের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৯, জানুয়ারি ১৩, ২০১৫
খালেদার সঙ্গে সাংবাদিক নেতাদের সাক্ষাৎ ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তার রাজনৈতিক কার্যালয়ে দেখা করেছেন প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন সবুজের নেতৃত্বে সাত সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধি দল।

মঙ্গলবার রাত নয়টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন সাংবাদিক প্রতিনিধিদলটি।

কামালউদ্দিন সবুজ ছাড়াও ওই দলে ছিলেন দৈনিক ইনকিলাবের সিনিয়র এডিটর আব্দুল আউয়াল ঠাকুর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি জাহিদ নেওয়াজ খান, সাংবাদিক সৈয়দ মেজবাহ উদ্দিন, আমিনুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ৫ জানুয়ারি বিএনপি ঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবস’ সামনে রেখে ৩ জানুয়ারি থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে দাবি খালেদা জিয়ার। তবে সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

বর্তমানে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় ঘিরে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। এছাড়া কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে এবং ওই ভবন সংলগ্ন রাস্তায় জনসাধারণের প্রবেশ ও হাঁটাচলার ওপর আরোপ করা হয়েছে কঠোর নিয়ন্ত্রণ। অবশ্য সরকারের দাবি খালেদা জিয়ার অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করতেই এসব পদক্ষেপ নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।