ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অবরোধ অব্যাহত রাখতে জামায়াতের বিবৃতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
অবরোধ অব্যাহত রাখতে জামায়াতের বিবৃতি

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের  ডাকা চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছে জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান  দলের পক্ষে এ আহবান জানান।



সরকার ২০ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও নিপীড়ন করছে অভিযোগ করে বিবৃতিতে তিনি, ২০-দলীয় জোটের ঘোষিত মিছিল, সমাবেশ ও অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন অব্যাহত রেখে আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।

বিবৃতিতে জনগণের মতের প্রতি সম্মান প্রদর্শন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্যও আহবান জানানো হয়।

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা,জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।